২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতালি ও নেদারল্যান্ডস প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করল। এই দুটি ইউরোপীয় দেশ গতকাল বাছাইপর্বে সাফল্যের মাধ্যমে আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এর ফলে আসন্ন আসরের জন্য এখন পর্যন্ত ১৫টি দল বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই জায়গা নিশ্চিত করেছিল। এছাড়া ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সও পরবর্তী আসরের জন্য বাছাইয়ের ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলায় সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আয়োজক ভারতকে এই পরিসংখ্যানের বাইরে রাখা হয়েছে। শ্রীলঙ্কা যদিও সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছিল, তবুও আয়োজক হিসেবে তাদের অংশগ্রহণ নিশ্চিত।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই কানাডা বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে, যেটি ছিল ওই অঞ্চলের একমাত্র কোটা। ইউরোপ অঞ্চল থেকে দুটি দেশ—ইতালি ও নেদারল্যান্ডস—বিশ্বকাপে স্থান পেয়েছে।
এছাড়া আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও পাঁচটি দল চূড়ান্ত হবে মূল বাছাইপর্ব শেষ হওয়ার পর। বর্তমানে সেই বাছাইপর্বের খেলা চলমান রয়েছে।
বিশ্বকাপে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ১৫টি দেশ হলো: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।
বিশ্বকাপে নতুন মুখ হিসেবে ইতালি ও নেদারল্যান্ডসের আগমন ক্রিকেট বিশ্বে নতুন চ্যালেঞ্জ ও বৈচিত্র্য আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
Leave a comment