চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সহকারী প্রক্টরকে লাঞ্ছনা এবং ধর্ম অবমাননার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সহকারী প্রক্টরকে শারীরিক লাঞ্ছনার দায়ে এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। একই ঘটনায় আরও ৯ ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে নৌকা আকৃতির বসার স্থান ভাঙচুরকে কেন্দ্র করে প্রক্টরিয়াল বডির সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা ও লাঞ্ছনার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সহকারী প্রক্টরকে লাঞ্ছনার দৃশ্য দেখা গেছে, অন্যদিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতেও দেখা গেছে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগে এক ছাত্রীসহ নৃবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে এক শিক্ষার্থী তদন্ত কমিটির সামনে হাজির না হওয়ায় দুই বছরের এবং অপরজন ক্ষমা চাওয়ায় এক বছরের বহিষ্কারের শাস্তি পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
Leave a comment