জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবর্জিত’ বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। শনিবার বিকেলে সিলেটে এক ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্য করা উচিত হয়নি। তিনি বলেন, “এটি শিষ্টাচারবর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। আমরা দেখি, সেনানিবাসের বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন, যা কাম্য নয়। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ব্যক্তিবর্গেরই নেওয়া উচিত।”
এ সময় তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, “প্রধান উপদেষ্টা বা যে-ই বলুন না কেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়ে আমরা একটুও পিছপা হবো না। আমাদের গণ–অভ্যুত্থানের দুটি প্রধান লড়াই রয়েছে—সংস্কার প্রক্রিয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।”
সিলেটে অনুষ্ঠিত এনসিপির ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক মহলের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে আলোচনা চলাকালে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং আয়োজকদের কয়েকজন সাংবাদিকদের ওপর চড়াও হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ইফতার মাহফিল শুরুর আগেই সাংবাদিকরা স্থান ত্যাগ করেন।
Leave a comment