বাংলাদেশের সৌন্দর্য ও প্রসাধনী খাতের অন্যতম প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া এবং আজারবাইজান-এ হালাল কসমেটিকস বা প্রসাধনী রপ্তানি করতে যাচ্ছে। শুরুতে প্রতিষ্ঠানটি লিলি ও অলিন ব্র্যান্ডের আটটি হালাল পণ্য রপ্তানি করবে। ভবিষ্যতে শতাধিক হালাল পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
বিএসটিআইর হালাল সনদ ও রপ্তানি পরিকল্পনা
রিমার্ক-হারল্যানের পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) হালাল সনদ পেয়েছে। এ উপলক্ষে গত রোববার রাজধানীর বনানীতে একটি হোটেলে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
রিমার্ক-হারল্যানের পরিচালক ও চিত্রনায়ক শাকিব খান
নির্বাহী পরিচালক ও অভিনেতা মামনুন হাসান ইমন
ক্রিকেটার তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও তানজিদ হাসান তামিম
অনুষ্ঠানে জানানো হয়, আগামী এপ্রিল মাসে দুবাইয়ে একটি আন্তর্জাতিক মেলায় নিজেদের উৎপাদিত বিভিন্ন স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য নিয়ে অংশ নেবে রিমার্ক-হারল্যান।
রিমার্ক-হারল্যানের ভবিষ্যৎ পরিকল্পনা
রিমার্ক-হারল্যানের পরিচালক শাকিব খান বলেন,
“দেশে-বিদেশে এখন বিপুলসংখ্যক মানুষ হালাল পণ্য পছন্দ করেন। আমরা উন্নতমানের হালাল পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি।”
বর্তমানে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে হালাল প্রসাধনপণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, এসব বাজারে হালাল কসমেটিকস বিক্রিতে ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা রিমার্ক-হারল্যান ধরতে চায়।
বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে হালাল পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশ দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a comment