ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি অস্ত্রসমর্পণ না করে, তবে গাজাকে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ‘গাজা জয়ের’ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এর আওতায় ধাপে ধাপে উপত্যকাটিকে ইসরায়েলের অংশ করা হবে।
স্মোত্রিচের প্রস্তাব অনুযায়ী, হামাসকে আত্মসমর্পণ, অস্ত্রসমর্পণ এবং জিম্মিদের মুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত মানা না হলে প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হবে। এরপর ইসরায়েলি সেনারা উত্তর ও মধ্যাঞ্চল অবরোধ করবে, যাতে সেখানে থাকা বাকি যোদ্ধাদের ‘পরাজিত’ করা যায়। এভাবে চার সপ্তাহ ধরে ধাপে ধাপে পুরো গাজা ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
গত প্রায় দুই বছর ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান এখনো অব্যাহত। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন এক লাখ ৫৯ হাজারের বেশি। ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে অনাহারে মারা গেছেন ১২১ শিশুসহ অন্তত ৩২২ মানুষ।
গাজা ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্কুল, হাসপাতাল, মসজিদ থেকে শুরু করে শরণার্থী শিবির পর্যন্ত কোথাও নিরাপত্তা নেই। আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি সরকার তাদের অবস্থান থেকে সরছে না। বরং এবার তাদের মন্ত্রিসভারই একজন প্রভাবশালী সদস্য গাজাকে দখল করে নেওয়ার মতো সরাসরি ঘোষণা দিলেন।
Leave a comment