Home আন্তর্জাতিক হামাস আত্মসমর্পণ না করলে গাজা দখলের ঘোষণা ইসরায়েলের
আন্তর্জাতিক

হামাস আত্মসমর্পণ না করলে গাজা দখলের ঘোষণা ইসরায়েলের

Share
Share

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি অস্ত্রসমর্পণ না করে, তবে গাজাকে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে ‘গাজা জয়ের’ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এর আওতায় ধাপে ধাপে উপত্যকাটিকে ইসরায়েলের অংশ করা হবে।

স্মোত্রিচের প্রস্তাব অনুযায়ী, হামাসকে আত্মসমর্পণ, অস্ত্রসমর্পণ এবং জিম্মিদের মুক্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত মানা না হলে প্রথমে ফিলিস্তিনিদের গাজার দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হবে। এরপর ইসরায়েলি সেনারা উত্তর ও মধ্যাঞ্চল অবরোধ করবে, যাতে সেখানে থাকা বাকি যোদ্ধাদের ‘পরাজিত’ করা যায়। এভাবে চার সপ্তাহ ধরে ধাপে ধাপে পুরো গাজা ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

গত প্রায় দুই বছর ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান এখনো অব্যাহত। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন এক লাখ ৫৯ হাজারের বেশি। ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে অনাহারে মারা গেছেন ১২১ শিশুসহ অন্তত ৩২২ মানুষ।

গাজা ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্কুল, হাসপাতাল, মসজিদ থেকে শুরু করে শরণার্থী শিবির পর্যন্ত কোথাও নিরাপত্তা নেই। আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি সরকার তাদের অবস্থান থেকে সরছে না। বরং এবার তাদের মন্ত্রিসভারই একজন প্রভাবশালী সদস্য গাজাকে দখল করে নেওয়ার মতো সরাসরি ঘোষণা দিলেন।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌর পশুহাট এলাকার...

বিশ্বে প্রথম মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটে সম্পন্ন...

Related Articles

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার

পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগা ডাকাতির অভিযোগে ব্রিটেনের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে...

সিগারেটের আগুনে সাইপ্রাসে ভয়াবহ দাবানল

সাইপ্রাসে গত জুলাই মাসে সংঘটিত ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছিল অসাবধানতাবশত ফেলে দেওয়া...

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারের সময় বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েছেন।...

মিথিলার পিএইচডি অর্জনে সৃজিতের শুভেচ্ছা, দাম্পত্য নিয়ে নতুন গুঞ্জন

অভিনয়, সংগীতচর্চা কিংবা শিক্ষাক্ষেত্র—সব জায়গাতেই সমান সাফল্যের ছাপ রেখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ...