হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদাদ শহরে রকেট হামলা চালিয়েছে । এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানায়, গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার জবাবে এই রকেট হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা থেকে আশদাদ, আশকেলন এবং গান ইয়াভনি শহরের দিকে মোট ১০টি রকেট ছোড়া হয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে বেশিরভাগই প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তবে ইসরায়েলি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়, আশকেলন ও গান ইয়াভনিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। ২০২৩ সালের ৭ অক্টোবর । এতে প্রায় ১ হাজার ১৪০ জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে জিম্মি করা হয়। পরবর্তীতে হামাস কয়েকজন জিম্মিকে মুক্তি দিলেও বেশিরভাগ এখনও বন্দি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। অন্যদিকে গাজার সরকারি জনসংযোগ কার্যালয়ের দাবি, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০, যাদের মধ্যে বহু নিখোঁজও রয়েছে।
Leave a comment