ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, হামলার অনেক আগেই ফোরদো পারমাণবিক কেন্দ্র খালি করা হয়েছে। অপূরণীয় কোনও ক্ষতি হয়নি হামলায় ।
তিনি রোববার (২২ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ কথা লেখেন । খবর আল জাজিরা
মাহদি মোহাম্মদী বলেন, আগেই অনুমান করা হয়েছিল মার্কিন হামলার বিষয়টি। তাই পূর্বেই ফোরদো পারমাণবিক কেন্দ্রটি খালি করা হয়েছিল।
পোস্টে তিনি আরও লেখেন, বোমা মেরে কিছু হবে না, দ্বিতীয়ত জুয়াড়িরা এবার হেরে যাবে। এর আগে, ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রই হামলা চালিয়েছে কি না তেহরান তা স্পষ্ট করেনি।
আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে জানান যে, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে । পোষ্টে ট্রাম্প লেখেন, ইরানের ফোরডো, নাতানজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় আমরা অত্যন্ত সফলভাবে হামলা করেছি। বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে। পূর্ণ হামলা করা হয়েছে ফোরডো পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায়। নিরাপদে ফিরছে সকল বিমান।
Leave a comment