হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে প্রতিবাদ জানিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। আজ রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ গোলচত্বরে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। বেলা ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জ মেডিকেল কলেজকে মানহীন দেখিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আট বছর ধরে চালু থাকা এ কলেজে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং স্থানীয়দের স্বাস্থ্যসেবা দিচ্ছেন। তবে স্থায়ী ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক ও আধুনিক ল্যাব না থাকায় একে ‘মানহীন’ দেখানোর চেষ্টা করা হচ্ছে।
সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্যসচিব সামসুল হুদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মনসুর আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিকুর রহমান ও জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মেডিকেল কলেজ সরানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a comment