চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চলন্ত একটি মোটরসাইকেল চট্টগ্রামমুখী লেনে যাওয়ার সময় হঠাৎ গ্রামীণ সড়ক থেকে উঠে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী একটি গরুবোঝাই ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের মৌলভীর পাড়ার মো. হুমায়ুন (৩৬), তাঁর ছোট ভাই মো. মামুন (৩১) এবং তাঁদের মামা করাইয়ানগরের মনির হোসেন (৪০)। তাঁরা একসঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়—সিএনজিচালিত অটোরিকশাটি হঠাৎ করে মহাসড়কে উঠে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, আর সঙ্গে সঙ্গেই তা বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে ঢুকে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এস এম সাদিকুর আলম বলেন, “সন্ধ্যা ছয়টার দিকে একজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়, কিন্তু আনার আগেই তাঁর মৃত্যু হয়।”
এ দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে এমন অনিয়ন্ত্রিত যান চলাচল এবং গ্রামীণ সড়ক থেকে হঠাৎ সড়কে উঠে আসা গাড়ির কারণে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার কর্মকর্তারা।
Leave a comment