Home আন্তর্জাতিক হজ করার উদ্দেশ্যে সাইকেলে চড়ে ৯টি দেশ পাড়ি দিলেন যুবক।
আন্তর্জাতিকইসলামধর্ম ও জীবন

হজ করার উদ্দেশ্যে সাইকেলে চড়ে ৯টি দেশ পাড়ি দিলেন যুবক।

Share
Share

হজ পালনের আকাঙ্ক্ষা একজন মানুষের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হলেন বেলজিয়ামের ২৬ বছর বয়সী যুবক আনাস আল রাজকি।

তার জীবনের জীবনের বহুদিনের স্বপ্ন পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে হজ পালন। এটি বাস্তবায়নের লক্ষ্যে তিনি বেছে নিয়েছেন একটি ব্যতিক্রমী ও অভিনব পথ। সাইকেল চালিয়ে ৯টি দেশ অতিক্রম করে অবশেষে তিনি পৌঁছেছেন সৌদি আরবের মক্কায়।

গালফ নিউজ জানিয়েছে, চলতি বছরের মার্চ মাসে পবিত্র রমজান মাসের সূচনালগ্নে আনাসের এই অনন্য যাত্রা শুরু হয় । তার এই মহাকাব্যিক সফরের সূচনা হয়েছিলো ইউরোপের দেশ বেলজিয়াম থেকে। এরপর তিনি একে একে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মিসর, জর্ডান এবং সর্বশেষ সৌদি আরব হয়ে মক্কায় পৌঁছান।

প্রায় কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তাকে পাড়ি দিতে হয়েছে উঁচু-নিচু পাহাড়ি পথ, ভিন্ন ভিন্ন দেশের কঠিন সীমান্ত প্রক্রিয়া, বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া এবং নানা প্রতিকূলতা। তবে কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং যাত্রাপথে মানুষের ভালোবাসা, দোয়া এবং আতিথেয়তা তাকে সাহস ও শক্তি জুগিয়েছে।

সৌদি আরবে প্রবেশের মুহূর্তে তার অনুভূতি ছিল আবেগে পরিপূর্ণ। তিনি সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল আখবারিয়া’-কে বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমার কাছে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এখন মক্কার মাটিতে দাঁড়িয়ে আছি।”

তিনি আরও বলেন, নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আল্লাহর অশেষ কৃপায় আমি এতদূর আসতে পেরেছি। এই সফর কেবল শারীরিক পরিশ্রমের নয়, এটি ছিল এক গভীর, আত্মিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা।

আনাস জানান, যেসব মানুষের সঙ্গে তার পথে দেখা হয়েছে, তাদের আন্তরিকতা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সৌদি আরবের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সাবক’-কে তিনি বলেন, এই যাত্রাপথে আমি অনেক মানুষকে পেয়েছি, যারা দোয়া করেছেন, সাহস দিয়েছেন। তারা যেন আমার পরিবারের মতোই হয়ে উঠেছিল।

আবেগে অশ্রুসিক্ত হয়ে আনাস বলেন, এই সফর শুধু হজ পালনের জন্য নয়, বরং এটি ছিল এক আত্মিক জাগরণের যাত্রা। আমার বহুদিনের লালিত স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হয়েছে।

তিনি বলেন , যাত্রার শেষপ্রান্তে এসে এখন একটাই চাওয়া- সেটা হচ্ছে পবিত্র কাবা শরিফ ছুঁয়ে দেখা। সারা জীবন যেটা কেবল কল্পনায় দেখেছি, এখন সেটাকে নিজের চোখে দেখতে ও ছুঁতে পারব- সেখানেই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ।

আনাস আল রাজকির এই অনন্য হজযাত্রা বিশ্বের অনেক তরুণের জন্যই এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে । মানুষ জানবে ইচ্ছা, সংকল্প ও আধ্যাত্মিক ভালোবাসার মিলনে সব অসম্ভবই সম্ভব হয়ে ওঠে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেতে মিললো বাক প্রতিবন্ধীর মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২ দিন পর এক বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করছে, তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল...

তদন্তে মেলেনি মায়ের অসুস্থতার প্রমাণ, বিশেষ পরীক্ষার সুযোগ হারালেন আনিসা

সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নায় ভেঙে পড়া ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বিশেষ ব্যবস্থায় বাংলা প্রথমপত্র পরীক্ষার সুযোগ পেতে যাচ্ছিলেন এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ।...

Related Articles

কুয়েতে ভেজাল মদপানে ১৩ জনের মৃত্যু

কুয়েতে ভেজাল মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গত পাঁচ দিনে...

ভয়াবহ মেঘ বিস্ফোরণে জম্মু-কাশ্মীরে নিহত ৪৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিস্তার জেলার চাশোতি গ্রামে ভয়াবহ মেঘ বিস্ফোরণে মৃতের সংখ্যা...

ঘোষণার পরও দৃশ্যমান হয়নি ইলন মাস্কের আমেরিকা পার্টির কার্যক্রম

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে ঠিক এক মাস আগে আলোচনায়...

ভারতে ট্রাফিক ভেদ করে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন নারী পুলিশ

ভারতের কেরালার ত্রিশূর জেলায় হৃদয়স্পর্শী এক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে...