চীনের এক নারী লুই ভুঁইতঁ স্টোরে গিয়ে দুই ঘণ্টা সময় নিলেন, ৬ লাখ ইউয়ান (প্রায় ৮৪ হাজার ডলার) নগদ টাকা গুনিয়ে নিলেন স্টাফদের দিয়ে—তাও এক টাকাও খরচ না করে বেরিয়ে এলেন। প্রতিশোধ কীভাবে স্টাইলিশ ও কাব্যিক হতে পারে, তা যেন চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি।
ঘটনাটি ঘটে ওই নারীর এক পূর্ব অভিজ্ঞতার সূত্র ধরে। আগে একবার লুই ভুঁইতঁ দোকানে গেলে স্টাফদের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছিলেন তিনি। অপমানিত বোধ করে ফিরে গেলেও ভুলে যাননি সেই তিক্ততা। পরে প্রতিশোধ নেওয়ার অভিনব পরিকল্পনা করে ফেরেন সেই স্টোরে, সঙ্গে আনেন নগদ ৬ লাখ ইউয়ান, সবই ছোট ছোট নোটে।
এবার দোকানের কর্মীরা তাকে ঘিরে ধরেন যথেষ্ট মনোযোগ নিয়ে। নারীর কথামতো তারা নোট গুনতে শুরু করেন। প্রতিটি নোট যাচাই করে গুনে শেষ করতে সময় লাগে দুই ঘণ্টা। কিন্তু যখন সবাই ধরেই নেয়, বিশাল অঙ্কের কোনো বিলাসবহুল কেনাকাটা হতে যাচ্ছে, তখনই আসে বিস্ময়ের মুহূর্ত।
একটা জিনিসও না কিনে, স্বাভাবিক ভঙ্গিতে নিজের ব্যাগ গুছিয়ে সেই নারী দোকান থেকে বেরিয়ে যান। অবাক হয়ে তাকিয়ে থাকে কর্মীরা। স্টোরে পড়ে থাকে শুধু গোনা টাকার স্তূপ আর বিব্রতকর নীরবতা।
ঘটনাটি কেবল একটি কেনাকাটা নয়, ছিল একটি বক্তব্য—অপমানের জবাব কখনো শব্দে নয়, কার্যকলাপে দেওয়া হয়। আর প্রতিশোধ যখন ঠান্ডা পরিবেশে দেওয়া হয়, সেটা হয় সবচেয়ে মারাত্মক—ঠিক যেমনটা ঘটল এক অভিজাত ফ্যাশন হাউজের দোকানে।
Leave a comment