গত এক দশকে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব, যাদের তিন-চতুর্থাংশই বিদেশি নাগরিক। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন তথ্য প্রকাশ করেছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে- পাকিস্তান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া ও মিশরের নাগরিকরা শিকার হয়েছেন এ শাস্তির । অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে, সামান্য অর্থের লোভে, মাদকের সঙ্গে যুক্ত হন এবং পরে ভয়াবহ পরিণতির মুখে পড়েন।
২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত থাকলেও ২০২৪ সালে তা আবার বেড়ে যায়। ওই বছর ১২২ জন এবং চলতি বছর (জুন পর্যন্ত) কার্যকর হয়েছে ১১৮ জনের মৃত্যুদণ্ড ।
অ্যামনেস্টি অভিযোগ করেছে, অনেক মামলাই ছিল যথাযথ আইনি সহায়তা ও ন্যায্য বিচার প্রক্রিয়া ছাড়া। অনেকে আদালতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেছেন। কেউ কেউ মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন জানতে পারেন, পরদিনই ফাঁসি।
অ্যামনেস্টি মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ডানা আহমেদ বলেন, ‘এটি একটি ভয়ংকর মানবিক সংকট। এসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া অনৈতিক এবং বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।’
Leave a comment