পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে । রোববার (৩০ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদুল হারামাইনের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস মসজিদুল হারামে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন ।
শায়খ সুদাইস খুতবায় ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করেন। আল্লাহর কাছে সাহায্য চান। তিনি বলেন, ‘হে আল্লাহ, ফিলিস্তিনের আমাদের নির্যাতিত ভাইদের বিজয় দান করুন। হে আল্লাহ, আল-আকসা মসজিদকে আক্রমণকারী এবং দখলদার ইহুদিবাদীদের আগ্রাসন থেকে রক্ষা করুন।’
এদিকে একই সময়ে দেশটির মদিনার মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমামতি করেন খতিব শায়খ আবদুল্লাহ বুয়াইজান।
মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণের জন্য ফজর নামাজের আগেই মসজিদুল হারামে উপস্থিত হন। ফজরের পর অল্প সময়ের দূরত্বে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেন সৌদি নাগরিক, প্রবাসী ও বিভিন্ন দেশ থেকে উমরা করতে আসা হাজিসহ বিপুলসংখ্যক মুসল্লি।
Leave a comment