সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রবিবার সেনামালঞ্চে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে। তিনি জুলাই
আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন।জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।
তিনি জানান, “আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়।” সেনাপ্রধান আরো উল্লেখ করেন, যে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বর্তমানে ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং এই সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। আহতদের সহায়তার জন্য উদ্যোক্তা ও ব্যাংকাররা এগিয়ে এসেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য টাকা খরচ করার পাশাপাশি ডিজিএফআই, এসএসএফ আহতের জন্য অর্থ সহায়তা দিয়েছে। যা আহতের কাছে পৌঁছে দেওয়া হবে। ওয়াকার-উজ-জামান বলেন, নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এই ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন
সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকা সিএমএইচ এ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
Leave a comment