বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে জেমস গান পরিচালিত ডিসি কমিকসভিত্তিক নতুন সিনেমা ‘সুপারম্যান’। তবে ছবির গল্প ও দৃশ্যায়ন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে ছবির দুটি কাল্পনিক দেশের মধ্যে সংঘাতকে ঘিরে অনেকে মনে করছেন, এতে যেন পরোক্ষভাবে তুলে ধরা হয়েছে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের প্রতিচ্ছবি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ছবিতে ‘বরাভিয়া’ নামে একটি সমৃদ্ধশালী ও সামরিকভাবে শক্তিশালী দেশের চিত্র দেখানো হয়েছে, যাকে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে—অন্যদিকে তার প্রতিবেশী দরিদ্র রাষ্ট্র ‘জারহানপুর’-এর সাধারণ মানুষ, নারী ও শিশুরা বারবার হামলার শিকার হয় এবং বাস্তুচ্যুত হয়। এই প্রেক্ষাপট দেখে অনেক দর্শক বরাভিয়াকে ইসরায়েলের প্রতীক এবং জারহানপুরকে ফিলিস্তিনের প্রতিরূপ বলে মনে করছেন।
আল-জাজিরা, দ্য নিউ আরব ও ডনসহ বিভিন্ন আরব গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ছবির একাধিক সংলাপ, চিত্রনাট্যের বাঁক এবং ভিজ্যুয়াল উপস্থাপন—সবকিছু মিলিয়ে রাজনৈতিক বার্তার ইঙ্গিত স্পষ্ট। অপরদিকে, ইসরায়েলপন্থী বিশ্লেষকেরা ছবিটিকে ‘ক্যাপ পরা প্রোপাগান্ডা’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে পরিচালক জেমস গান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, “চিত্রনাট্য যখন লিখছিলাম, তখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুই হয়নি। ছবির পটভূমি কল্পনার ওপর ভিত্তি করে তৈরি, বাস্তব কোনো দেশের সঙ্গে মেলানোর প্রশ্নই ওঠে না। বরং আমি সচেতনভাবেই কিছু পরিবর্তন এনেছি, যেন এমনটা না হয়।”
জেমস গান আরও বলেন, “‘সুপারম্যান’-এর মূল বার্তা রাজনৈতিক নয়, বরং একজন সুপারহিরো কীভাবে নৈতিকতার সংকটের মধ্যেও নিজের আদর্শকে রক্ষা করে, সেটাই তুলে ধরা হয়েছে।”
তবে দর্শকের মত আলাদা। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “সিনেমাটা এতটা স্পষ্টভাবে ফিলিস্তিনপন্থী ছিল যে, কোনো ব্যাখ্যার দরকার হয়নি।” আরেকজনের মতে, “এতদিন পরে সুপারহিরো সিনেমায় একটা স্পষ্ট মানবিক অবস্থান দেখে ভালো লেগেছে।”
সম্প্রতি ভারতে ছবির একটি চুম্বন দৃশ্য নিয়েও বিতর্ক তৈরি হয়, যার কারণে কিছু অংশে সেন্সরের কাঁচি চালানো হয়। তবে সেই তুলনায় আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক বার্তা নিয়েই বেশি চর্চা হচ্ছে।
ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিও প্রযোজিত এই চলচ্চিত্রে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট এবং লোইস লেন চরিত্রে আছেন র্যাচেল ব্রসনাহান।
ছবিটি মুক্তির পর থেকে যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি সামাজিক-রাজনৈতিক প্রতিচ্ছবির জন্য এখন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে ‘সুপারম্যান’।
সূত্র: আরব নিউজ
Leave a comment