সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে, পুলিশ উদ্ধার করেছে ফারিহা বেগম নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের নিচ থেকে মঙ্গলবার (১০ জুন) সকালে শিশুটির মরদেহ পাওয়া যায়। এলাকাবাসী ও পরিবারের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। নিহত শিশু ফারিহা বেগম সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে।
মুজিবুর রহমান( ফারিহার বাবা ) জানান, সোমবার রাত ২টার দিকে ঘুমিয়ে পড়েন তিনি। তার মা রাত ৩টার দিকে তাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং বলেন, ঘরের লাইট কেন বন্ধ। তখন তিনি দেখেন, ঘরের দরজা খোলা এবং তার মেয়ে ফারিহা ঘরে নেই। রাতভর খোঁজাখুঁজির পরও পাননি ফারিহাকে।
তিনি আরো বলেন, পরদিন সকাল ৮টার দিকে স্থানীয় এক শ্রমিক জানান, স্কুলের পাশে গাছের নিচে একটি শিশুর মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ফারিহার মরদেহ। তার মুখে ছিল কামড়ের চিহ্ন। যারা আমার মেয়েকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামিম কবির বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনি ব্যবস্থা ।
 
                                                                         
                                                                         
                             
                             
                                 
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment