সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান রাজধানী খার্তুমকে ‘স্বাধীন’ বলে ঘোষণা করেছেন। দীর্ঘ প্রায় দুই বছর আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দখলে থাকার পর গতকাল বুধবার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে তিনি এই ঘোষণা দেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বুরহান বলেন, ‘খার্তুম এখন মুক্ত। আমাদের কাজ সম্পন্ন।’ সেনাবাহিনী সম্প্রতি একটি সামরিক অভিযান চালিয়ে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। খার্তুম পুনর্দখলের এই সাফল্যের পর সেনাপ্রধানই এখন উত্তর আফ্রিকার এই দেশের প্রকৃত ক্ষমতাধর নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
গতকাল দুই বছর পর বুরহান প্রথমবারের মতো খার্তুম সফর করেন। কামানের আঘাতে ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে তাকে সেনা কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যেতে দেখা যায়। সামরিক পোশাক পরা বুরহানকে ঘিরে সেনাসদস্যরা ‘আল্লাহ মহান’ বলে স্লোগান দেন।
২০২৩ সালের এপ্রিলে বুরহান ও তাঁর সাবেক ডেপুটি এবং আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেতির মধ্যে সংঘাত শুরু হয়। দ্রুতই আরএসএফ রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যার ফলে বুরহানের অনুগত কর্মকর্তারা লোহিত সাগরের তীরবর্তী শহর পোর্ট সুদানে পালিয়ে যেতে বাধ্য হন।
রাজধানীর নিয়ন্ত্রণ হারানো আরএসএফের জন্য একটি বড় ধাক্কা। তবে বিশ্লেষকদের মতে, এ লড়াই এখনো শেষ হয়নি। কারণ, একই দিনে আরএসএফ দেশটির দক্ষিণাঞ্চল থেকে নতুন বিদ্রোহী জোট গঠনের ঘোষণা দিয়েছে। যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত সুদানের রাজনৈতিক অস্থিরতা বহাল থাকার সম্ভাবনা রয়েছে।
Leave a comment