সিলেট নগরীর মেজরটিলায় দেড় মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন বাবা আতিকুর। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এ তথ্য জানান।
এর আগে, গত বুধবার বিকেল ৫টার দিকে ভাড়া বাসায় দেড় মাসের শিশু ইনায়া রহমান নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় । সে আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির মেয়ে।
নিহত শিশুর বাবা আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার দিরাই থানার টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। ঘটনার সময় ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় গুরুতর আহত ছিলেন তিনিও । বর্তমানে সিলেট এম এ জিওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন আতিকুর রহমানের জবানবন্দি ও তার স্ত্রীর বক্তব্য এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, শিশুটির বাবা বাথরুমে নিয়ে গিয়ে তাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন।
পরে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন নিজেও। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান পুলিশকে জানান, মাথাব্যথার কারণে হঠাৎ তার কী যেন হয়েছিল বুঝতে পারেননি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ থানায় হত্যা মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে ।
Leave a comment