Home জাতীয় অপরাধ সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, গ্রেপ্তার স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, গ্রেপ্তার স্বামী

Share
Share

পুলিশ সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমের (২০) শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাবানার গর্ভের শিশুটির।

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে গত শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  ঘটনার তিনদিন পর স্থানীয়দের সহায়তায় হোসেন আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের হোসেন আহমদের সঙ্গে একই গ্রামের সাবানার বছরখানেক আগে বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান হোসেন। কিন্তু সাবানা অসুস্থ থাকায় শাশুড়ি মেয়েকে নিজের কাছে রাখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান।

কিছুক্ষণ পরে স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রোল কিনে শ্বশুর বাড়িতে গিয়ে আচমকা বিছানায় শুয়ে থাকা সাবানার উপরে ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।

এর পর সাবানার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন গিয়ে শরীরের আগুন নেভান। ততক্ষণে সাবানার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত সন্তান প্রসব করেন সাবানা । বর্তমানে সাবানা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী বলেন, ‘শনিবার রাতেই হাসপাতালে গিয়ে সাবানার অবস্থা দেখি আমি। পরে পুলিশকে জানানো হলে দাফন করা হয় মৃত নবজাতককে।’

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোসেন আহমদকে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মীরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে তৃতীয় লিঙ্গের ৬ জন

পুলিশ চট্টগ্রামের মীরসরাইয়ে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ ছয় হিজড়াকে (তৃতীয় লিঙ্গের) গ্রেফতার করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রোববার (১৩...

পাকুন্দিয়ায় নৌকাডুবি: দুই মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার 

মা-বাবার সঙ্গে ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন দুই বোন নীলা-নীহা। কিন্তু আনন্দ যেন মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। মর্মান্তিক এক নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন দুই...

Related Articles

জার্মানিতে ‘হিজাব পরিধান’ করায় নারীকে হত্যা

জার্মানির হ্যানোভা শহরের দক্ষিণাঞ্চলীয় আর্নুম এলাকায় নার্সিং প্রশিক্ষণার্থী ২৬ বছর বয়সী রহমা...

বগুড়ায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্য হয়েছে কৃষকের

বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে নিহত হয়েছেন মো. বাবলা (৫০) নামের এক ব্যক্তি। উপজেলার...

গ্রেনেড হামলার মামলায় বৃহস্পতিবার তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি

আপিল বিভাগ , একুশে আগস্ট গ্রেনেড হামলা র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির...