সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকার হাজিপাড়ায় সম্প্রতি এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়ি ও মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেত্রী জেসমিন বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।
গত মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকার হাজিপাড়ায় শারীরিক প্রতিবন্ধী অসীম কুমার দাশের বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, সিলেট মহানগর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি জেসমিন বেগমের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে। তারা বসতঘর ও পারিবারিক মন্দিরে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। হামলাকারীরা বাড়ি না ছাড়লে প্রাণনাশের হুমকিও দেয়।
অসীম কুমার দাশ জানান, গত মঙ্গলবার বিকেলে জেসমিন বেগম ও তার ভাই কামাল আহমেদসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ইট-পাথর নিক্ষেপ করে। বসতঘরের জানালার কাচ ভাঙচুর করে। তার বাবা-মা বাধা দিতে গেলে তাদের লোহার পাইপ ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা হুমকি দেয় বাড়ি ছেড়ে না দিলে তাদের খুন করা হবে।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, অসীম কুমার দাশের বাড়ির পেছনের অংশ ভেঙে ফেলা হয়েছে। আরও অংশ ভাঙার জন্য লাল রঙের দাগ দেওয়া হয়েছে। বসতঘরের পেছনের জানালার কাচ এবং পারিবারিক মন্দিরের দরজা ও কাচে আঘাতের চিহ্ন রয়েছে ।
অভিযোগের বিষয়ে সিলেট মহানগর মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক জেসমিন বেগম বলেন, ‘আমরা এখানে বসবাস করছি ৫০ বছর ধরে। আমাদের তিনটি প্লট রয়েছে। আসলে এটি প্রতিহিংসা থেকে ছড়ানো হচ্ছে। এখানে মারধর কিছু না।’
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আমি জায়গাটা পরিদর্শন করেছি। জায়গাটা মূলত চা-বাগানের। তবে হিন্দু পরিবারটি অনেকদিন ধরে সেখানে বসবাস করছে। সেখানের ম্যানেজার আমাকে বলেছে তারা দুজনই বৈধ নয়। রাস্তা বলেন, আর ঘর বলেন, কোনো জায়গাই কারও নয়। সব জায়গাই চা-বাগানের। রাস্তা নিয়ে তারা বিনা কারণে ঝামেলা করছেন। তার পরও প্রাথমিক অনুসন্ধান চলছে। দুপক্ষই বলেছে, তারা স্থানীয়ভাবে বসে সমাধান করবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে, বিষয়টি এমন নয়। জেসমিন বেগম ও অসীম কুমার উভয়ই বাগানের (চা-বাগান) জায়গায় ঘর করেছেন। তদন্ত কমিটি হয়েছে। কাগজপত্রে প্রমাণিত হবে এটা কার জায়গা। এখন পর্যন্ত যা জানি কেউ কারও জায়গা দখল করেনি।
Leave a comment