Home খেলাধুলা সিটির মাঠে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
খেলাধুলাফুটবল

সিটির মাঠে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

Share
Share

নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে পর্যন্তও জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু ফুটবলের চিরচেনা নাটকীয়তা যে শেষ বাঁশির আগ পর্যন্ত অপেক্ষা করে, সেটাই আরেকবার প্রমাণ করল রিয়াল মাদ্রিদ।
ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচের একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের জোড়া গোলে দুর্দান্ত এক প্রত্যাবর্তন উপহার দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় ম্যানচেস্টার সিটি। ১৯তম মিনিটেই নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের গোল সিটিজেনদের এগিয়ে দেয়। জ্যাক গ্রিলিশের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন হালান্ড। যদিও গোলটি নিশ্চিত করতে রেফারিকে চার মিনিট ধরে ভিএআর চেক করতে হয়, যা কিছুটা বিলম্বিত করে স্বাগতিকদের উদযাপন।
সিটির জন্য বড় ধাক্কা হয়ে আসে ৩০তম মিনিটে, যখন ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন জ্যাক গ্রিলিশ। তার বদলি হিসেবে নামেন ফিল ফোডেন। প্রথমার্ধের শেষ দিকে এমবাপ্পের একটি গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার গোল মিস করেন এমবাপ্পে। তবে ৬০তম মিনিটে ঠিকই সমতায় ফেরান রিয়ালকে। ফেদ ভালভার্দের ফ্রি কিকের পর বল গিয়ে পৌঁছায় দাবি সেবায়োসের কাছে, যিনি নিখুঁত ক্রস বাড়ান এমবাপ্পের উদ্দেশ্যে। ফরাসি ফরোয়ার্ডের ভলি তেমন নিখুঁত না হলেও ভাগ্যের সহায়তায় বল জালেই জড়িয়ে যায়।
তবে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে হালান্ড দ্বিতীয়বারের মতো গোল করলে আবারও লিড নেয় সিটি। ফিল ফোডেনের ওপর রিয়ালের বক্সে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি, আর স্পটকিক থেকে সহজেই গোল করেন হালান্ড।
সিটির এগিয়ে যাওয়ার পর ম্যাচের ভাগ্য যেন একদমই তাদের হাতে ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদ মানেই শেষ পর্যন্ত লড়াই, সেটাই প্রমাণ করলেন বদলি নামা ব্রাহিম দিয়াজ। ৮৪তম মিনিটে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরান রিয়ালকে।
এরপর যোগ করা সময়ে জুড বেলিংহাম রিয়ালকে জয় এনে দেন। ডান প্রান্ত থেকে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস ধরে দর্শনীয় শটে জালের ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার, যা নিশ্চিত করে রিয়ালের অবিশ্বাস্য জয়।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ দুই লেগের লড়াইয়ে এগিয়ে গেলেও লড়াই শেষ হয়নি। আগামী ১৯ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে, যেখানে সিটির জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে। তবে এই ম্যাচের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে রিয়াল, আর সিটির জন্য এটি হবে কঠিন এক পরীক্ষা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি...

পারমাণবিক বৈঠকের খবর অস্বীকার করলেন খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দুপুরে সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনো জরুরি বৈঠক হয়নি...

Related Articles

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

হামজা চৌধুরীর জন্য মৌসুমের শুরুটা ভালো ছিল না । লেস্টার সিটির মূল...

ফের কবে শুরু হচ্ছে আইপিএল ?

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় কাশ্মীরে...

ভারতের মাঠে বাংলাদেশের যুবাদের ড্র

সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও তা ধরে...

৩৫ বলে আইপিএলে সেঞ্চুরি, কে এই ১৪ বছরের বৈভব সূর্যবংশী?

ক্রিকেটবিশ্বে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক নাম—বৈভব সূর্যবংশী । মাত্র ১৪ বছর...