Home জাতীয় অপরাধ সালমান মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা,আসামি তালিকায় আছেন যারা 
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

সালমান মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা,আসামি তালিকায় আছেন যারা 

Share
Share

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে চলমান দীর্ঘ বিতর্ক নতুন মোড় নিয়েছে। মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে দায়ের হলো হত্যা মামলা। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক। এছাড়া অভিযুক্ত হয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন, এবং আরও কয়েকজন। মোট ১১ জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েকজনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর মৃত্যুর তদন্তে ‘গুরুতর ত্রুটি ও অবহেলার’ অভিযোগ তুলে পুনঃতদন্তের নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, “সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় ও অবহেলা হয়েছে, কেউই দায়িত্বশীল আচরণ করেনি।” এর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামা আলমগীর কুমকুম আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা দায়ের করেন, যা এ মামলার নতুন অধ্যায় সূচনা করে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করে মামলা রুজু করা হয়েছিল। এরপর একাধিক তদন্ত সংস্থা ঘটনাটি তদন্ত করলেও কেউ হত্যার প্রমাণ পায়নি।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয় — সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং দৃঢ়ভাবে দাবি করেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

নীলা চৌধুরীর এই দাবির ধারাবাহিকতায় মামা আলমগীর কুমকুম এবার আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনেন। মামলার বাদী আলমগীর কুমকুম বলেন, “আমরা ২৯ বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। সালমান শাহর মৃত্যু আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। এখন সময় এসেছে সত্য প্রকাশের।”

মামলার পর রমনা থানার কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি পুনঃতদন্ত করা হবে এবং প্রয়োজনে পিবিআই ও সিআইডি যৌথভাবে তদন্তে যুক্ত হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফটিকছড়িতে টিলা ধস: মাটিচাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কাটার সময় টিলা ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার...

সামিরার কোনো দোষ নেই, সালমান শাহ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন: ডন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তিন দশক পরও দর্শকদের মনে নানা প্রশ্ন উত্থাপন করছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে, সালমান...

Related Articles

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

অভিনেতা সালমান শাহর মৃত্যুর মামলায় অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ডন বলেছেন,...

জামালপুরে ফার্মেসিতে যুবকের আত্মহত্যা, ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিত

জামালপুরের সরিষাবাড়িতে ১৭ বছর বয়সী বিশাল মিয়া নামে এক যুবক ফার্মেসির ভেতরে...

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপার নিহত

গোপালগঞ্জের সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মো. জসিম শেখ নামে...

হাইকোর্টে আগাম জামিন চাইবেন সামিরা, উপস্থিত বর্তমান স্বামী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ও তার সাবেক স্ত্রী সামিরা হক...