ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায়, গ্রেফতার তামিমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে। তবে কিভাবে বা কারা এই আগুন দিয়েছে তা জানা যায়নি।
মো. শেখ আহাদুজ্জামান ( মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক) বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে এর আগেই আগুনে বসতঘর পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তিনজনকে সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়। তারা হলেন- তামিম হাওলাদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে। পলাশ সরদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা অন্যজন সম্রাট মল্লিক (২৮) মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা।
জানা যায়, এই তিনজন এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা ঢাকায় চলে আসে। পরে আর বাড়ি ফেরেনি তারা।
 
                                                                         
                                                                         
                             
                             
                                 
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment