র্যাব-৪ , এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে। রাজধানীর সাভার এলাকা থেকে রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায় পরিবার। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।
এ ঘটনায় মাহিরার পরিবার রোববার সন্ধ্যার দিকে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজে তৎপরতা শুরু করে ।
উদ্ধার হওয়ার পর র্যাবের কাছে মাহিরা জানান, পরীক্ষা দিতে সকাল ৮টায় বাসা থেকে বের হোন তিনি। কিছুক্ষণ পরই একজন মহিলা তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে তার নাকের সামনে কিছু একটা ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে নিজেকে অজানা স্থানে দেখতে পান মাহিরা। সেখানে কলেজ ড্রেস পাল্টে ফেলতে তাকে একটি সাধারণ পোশাক দেওয়া হয়। আর সেই সুযোগেই পালিয়ে আসেন তিনি।
বাঙলা কলেজের এই ছাত্রী আরও জানান, পালিয়ে দিক-বিদিক ছুটে চলার এক পর্যায়ে একটি র্যাবের গাড়ি দেখতে পান। পরে র্যাব সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে মাহিরাকে তাদের হাতে তুলে দেয় র্যাব।
Leave a comment