সাভারের কাউন্দিয়া ইউনিয়নে মাদ্রাসা ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে পুলিশ ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে ।
এ ঘটনায় বুধবার (১৬ জুলাই) এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উদ্ধার করা হয় ভুক্তভোগীর মরদেহ। ওইদিন রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবকসহ তিনজন এবং সহায়তার অভিযোগে এক কিশোরীর নামে ভুক্তভোগীর মা সাভার মডেল থানায় মামলা করেন।
অন্য আসামিরা হলেন- কেচি রাকিব (২৫) ও আশিক (২০)। ঘটনার পর থেকে তারা পলাতক।
ভুক্তভোগীর মা জানান, গ্রেফতার কিশোর ও পলাতক কিশোরী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই এলাকার একজনের বাড়িতে ভাড়া থাকত। ওই কিশোরীর ডাকে রোববার বাসা থেকে বের হয় ভুক্তভোগী ।
কিশোরীর সহায়তায় রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে রাকিব, আশিক ও গ্রেফতার কিশোর মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রোববার এক কিশোরী ভুক্তভোগী মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় । পরদিন সকালে ভুক্তভোগীর মা জানতে পারেন, তার মেয়ের মরদেহ এলাকার এক ব্যক্তির বাড়ির বারান্দায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে মরদেহ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a comment