পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে না গিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা নেওয়ায় প্রাণ হারান আবুল বাশার হাওলাদার (৪৮)। তিনি চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সকালে আবুল বাশার গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। শুরুতে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং কিছুক্ষণ কাজ চালিয়ে যান। পরে মাথা ঘোরা ও বমি শুরু হলে পরিবার তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যায়।
সেখানে কবিরাজ তিন দফা ঝাড়ফুঁক করার পর আবুল বাশারের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি অচেতন হয়ে পড়লে পরিবার দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, “রোগীকে যদি সময়মতো হাসপাতালে আনা হতো, এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে তার জীবন বাঁচানো সম্ভব ছিল।”
স্থানীয়দের মতে, এলাকায় এখনো অনেক মানুষ সাপে কামড়ালে আধুনিক চিকিৎসার বদলে ঝাড়ফুঁক বা কবিরাজের আশ্রয় নেন। চিকিৎসকরা বলছেন, এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে দ্রুত চিকিৎসা নিলে অনেক প্রাণ রক্ষা হবে।
Leave a comment