ঢাকার সরকারি সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। বিষয়টি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে ইউজিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ প্রস্তাব উপস্থাপন করেন। ফায়েজ জানান, শিক্ষার্থীদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং চূড়ান্ত নাম তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত হবে।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ—এই সাতটি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা করা হচ্ছে। আলাদা ক্যাম্পাসেই শিক্ষাকার্যক্রম চলবে কি না, তা নিয়ে এখনো আলোচনা চলছে।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজকে পুনরায় আলাদা করার সিদ্ধান্ত জানায়, যার ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে না। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো ও প্রশাসনিক পরিকল্পনা গঠনে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a comment