ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরা সীমান্ত দিয়ে তিনজন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।
রোববার রাত ৮টা থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি এবং ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের তারালি কোম্পানি কমান্ডারের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়।
বিজিবি সূত্র জানায়, হাকিমপুর চেকপোস্টে আটক এসব বাংলাদেশি
নাগরিকের মধ্যে রয়েছেন একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।
আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a comment