সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একরামুল হোসেন (৩২) নামে এক ইমাম নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে
নিহত একরামুল হোসেন সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের আব্দুল বারীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক কুরআন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় ভাড়ুখালি জামে মসজিদের ইমাম ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে একরামুল হোসেন ব্যক্তিগত কাজে ভাড়ুখালি থেকে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন। পথে আলিপুর ঢালীপাড়ার শফির বাঁশতলা এলাকায় পৌঁছালে তার যাত্রাবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে ইজিবাইক ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। নিহত একরামুল হোসেনের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, ইজিবাইকটি দ্রুতগতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। ইমাম একরামুল হোসেনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মাঝে। ভাড়ুখালি জামে মসজিদের সভাপতি হাফেজ আবদুল গফুর বলেন, “তিনি খুবই সৎ, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। শিশুদের কুরআন শিক্ষা ও সমাজে নৈতিকতা প্রচারে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তারাও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a comment