গাজীপুরের শ্রীপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শিশু। স্থানীয় একটি টেক্সটাইল কারখানার পুকুরের পাড় ভেঙে পানিতে পড়ে মারা যায় তারা। শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাটিয়াবাড়ি গ্রামের মো. শাহজালাল সিকদারের ছেলে মো. রায়হান (৮) এবং একই গ্রামের রজব আলীর ছেলে মো. মোস্তাকিম (৮)। দুজনই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে রায়হান ও মোস্তাকিমসহ তিনজন শিশু বাড়ির কাছেই অবস্থিত এন কে এইচ টেক্সটাইল কারখানার পুকুরের পাড়ে খেলছিল। হঠাৎ করে পুকুরের মাটি সরে গিয়ে রায়হান ও মোস্তাকিম গভীর পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অপর শিশু আতঙ্কিত হয়ে দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর উদ্ধার করা হয় তাদের নিথর দেহ। পরে স্থানীয় চিকিৎসক নিশ্চিত করেন যে, তারা ঘটনাস্থলেই মারা গেছে।
গ্রামবাসী আবদুল কুদ্দুস জানান, “কারখানার পুকুরের পাড় অনেকদিন ধরে কাঁচা এবং ভঙ্গুর অবস্থায় ছিল। শিশুদের খেলার সময় মাটি ধসে পড়ে তারা পানিতে তলিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত উদ্ধারের চেষ্টা করেছি, কিন্তু সময় খুব অল্প ছিল।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কারখানা কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হতে পারে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানান, শিল্পাঞ্চল এলাকাগুলিতে থাকা পুকুর, ডোবা বা জলাশয়ের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। স্থানীয় প্রশাসনের নজরদারি এবং কারখানা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।
Leave a comment