রাজধানীর শ্যামপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলা আক্তার (২০)। বুধবার (৫ নভেম্বর) বিকেলে শ্যামপুরের বাবু মিয়া গলি এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, স্বামীর সঙ্গে ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির পর অভিমানে আত্মহত্যা করেন নিলা।
নিলার খালাতো ভাই রনি জানান, নিলার স্বামী গ্রামের বাড়িতে গিয়েছিলেন তার অসুস্থ শাশুড়িকে দেখতে। এসময় ফোনে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এরপর নিলা রুমের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রনি আরও বলেন, “আমরা সঙ্গে সঙ্গে শ্যামপুর থানায় ফোন দিই। পরে পুলিশ এসে নিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিলা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। পরিবারের অভিযোগ বা সন্দেহজনক কোনো বিষয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা হিসেবে দেখছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment