পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরের ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মৃধা (২৬) ওই গ্রামের নিজাম মৃধার ছেলে।
নিহতের শ্বশুর আবুল কালাম জানান, ঘরটি নিচু থাকায় কয়েকজনকে নিয়ে উঁচু করার কাজ চলছিল। ইমনও সহযোগিতা করছিলেন। হঠাৎ ঘরের টিনের চালা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সাড়ে চার মাস বয়সী বিসমিকা নামে ইমনের এক কন্যা রয়েছে। সন্তানকে বুকে জড়িয়ে স্বামী শোকে বার বার সঙ্গাহীন হয়ে পড়ছেন অনার্স পড়ুয়া স্ত্রী ফজিলাতুন্নেছা। তার আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে। কিছুতে স্বামীর এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কেউ অভিযোগ করেননি। তবুও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment