Home খেলাধুলা শেষ মুহূর্তে তৃষ্ণার গোলে নেপালকে হারাল বাংলাদেশ নারী দল
খেলাধুলাফুটবল

শেষ মুহূর্তে তৃষ্ণার গোলে নেপালকে হারাল বাংলাদেশ নারী দল

Share
Share

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে জয়রথ অব্যাহত রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী নেপালের বিপক্ষে ৩–২ গোলের নাটকীয় জয় পেয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে নিশ্চিত হয়েছে এই কষ্টার্জিত জয়।

শনিবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ২–০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন সিনহা জাহান শিখা ও মোসাম্মৎ সাগরিকা। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে এলোমেলো আচরণ ও সাগরিকার লাল কার্ডে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিক দল। এর সুযোগ নিয়ে দুটি গোল করে সমতা ফেরায় নেপাল। যখন ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই উমেলা মারমার পাস থেকে তৃষ্ণার শেষ মুহূর্তের গোল এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট।

ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ১৩ মিনিটে শিখার গোলে এগিয়ে যায় দল। সাগরিকার বাড়ানো বল জটলার মধ্যে পেয়ে প্রথমে মুনকি শট নিলেও তা প্রতিহত হয়, ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে শিখা নিশ্চিত করেন গোল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শান্তি মার্ডির ক্রসে শিখার শট দুইবার প্রতিহত হলেও শেষ পর্যন্ত বল পেয়ে সাগরিকা নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন।

বিরতির পর ৫৫ মিনিটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। দুই দলই তখন ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়। সংখ্যাগত ঘাটতিতে পড়ে খানিকটা বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে আনিশা রায়ের গোল এবং ৮৭ মিনিটে মিনা দেউবার গোলে সমতায় ফেরে নেপাল।

মাঠে তখন নীরবতা, গ্যালারিতে হতাশা। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই শেষ কথা বলে দিলেন তৃষ্ণা রানী। ডান পাশ দিয়ে উমেলার বাড়ানো ক্রসে ফাঁকায় থাকা তৃষ্ণা ঠাণ্ডা মাথায় বল পাঠিয়ে দেন নেপালের জালে। মাঠে তখন উল্লাসের ঢেউ, গ্যালারিতে বিজয়ের গর্জন।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৯–১ গোলের বড় জয় পেয়েছিল। আজকের জয় শেষে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চারটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। পয়েন্টে এগিয়ে থাকা দল হবে চ্যাম্পিয়ন।

বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের দাপট নতুন নয়। এখন পর্যন্ত পাঁচ আসরের চারটিতে শিরোপা জিতেছে তারা। এবারের টুর্নামেন্টেও সেই আধিপত্য ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তৃষ্ণারা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানি  অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে বেরিয়ে এল হাড় হিম করা তথ্য

গত ৮ জুলাই পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের মরদেহ করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। মরদেহের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে নতুন...

হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস , ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করেছেন। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)...

Related Articles

৮৩ রানের বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি–টোয়েন্টিতে দারুণ...

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল ইতালি ও নেদারল্যান্ডসসহ ১৫ দল

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতালি ও নেদারল্যান্ডস প্রথমবারের মতো জায়গা নিশ্চিত...

জাতীয় দলের ব্যর্থতার দায়ে চাপ বাড়ছে কোচ সালাউদ্দিনের

জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ...

প্রধান উপদেষ্টা নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে

প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ...