ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর রাসেলস ভাইপার সাপও চলে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ ঢাকার মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশের পণ্য রপ্তানি খাতের বহুমুখীকরণ: এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের এখানে একটা বিষয় আলোচনায় এসেছে—আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি। আমি যখন এসব কথা শুনি, তখন রাসেলস ভাইপার সাপের কথা মনে পড়ে। শেখ হাসিনা যাওয়ার পর সাপটাও চলে গেছে। আমি জানি না কেন এমন হলো।
গত বছর দেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সামাজিক মাধ্যমে এ সাপ নিয়ে নানা প্রচারণা হয়েছিল।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “বর্তমান উপদেষ্টা পরিষদ পয়সার দিকে তাকিয়ে নেই। আমাদের কাজ স্বচ্ছ, আমরা একসঙ্গে কাজ করছি। ফলে দেশে দুর্নীতি কমছে। আগে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি হতো, এখন তেমন হচ্ছে না। তবে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা কঠিন।
সেমিনারে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “বাজারে স্বস্তি আছে, যদিও কিছু পণ্যে অস্বস্তি রয়েছে। মূল সমস্যা ছিল সরবরাহ ব্যবস্থায়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে আমরা বাজারে স্বস্তি ফেরানোর চেষ্টা করছি।
এলডিসি থেকে উত্তরণের প্রসঙ্গে তিনি বলেন, “চ্যালেঞ্জ থাকলেও সুযোগ বেশি। আমাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে হবে। ব্যবসায়ে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী।
গবেষক ও ব্যবসায়ী নেতারা এফডিআই বৃদ্ধির প্রয়োজনীয়তার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপরও গুরুত্ব দেন। বিশেষজ্ঞরা মনে করেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশকে পণ্য বৈচিত্র্যকরণে বিশেষ কৌশল নিতে হবে।
Leave a comment