রাজধানীর শাহ আলী থানা এলাকায় মো. স্বপন (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
শাহ আলী থানার তথ্য অনুযায়ী, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাসেল পার্কের সামনে স্বপনকে ১০ থেকে ১২ জন মিলে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্বপনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানিয়েছে, স্বপন বিভিন্ন সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি পেশায় গাড়িচালকের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মিরপুরে এক স্বজনের বাসায় থাকতেন।
Leave a comment