সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ব্যঙ্গাত্মক পোস্টকে ঘিরে নতুন বিতর্কের জন্ম নিয়েছে। জনপ্রিয় ফেসবুক পেজ 14AGAIN সম্প্রতি একটি পোস্টে দাবি করেছে, ২০২৫ সালে ‘শাহবাগি’ পরিচয়ে থাকা ব্যক্তিদের এখন দুইটি শাখা—‘ডুকি’ ও ‘পুকি’—তে ভাগ করা হচ্ছে। এই দাবি অবশ্য পুরোপুরি গুজব এবং ব্যঙ্গাত্মক রসিকতার অংশ হলেও, এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
পোস্টটিতে বলা হয়, ‘ডুকি’ শ্রেণির ব্যক্তিরা সাধারণত অপরিচ্ছন্ন, দম্ভপূর্ণ এবং আড়ম্বরপূর্ণ আচরণে অভ্যস্ত। অন্যদিকে ‘পুকি’ শ্রেণির ব্যক্তিরা একই গোষ্ঠী থেকে এলেও তাঁরা ব্যক্তিগত পরিছন্নতা বজায় রাখেন, শালীন এবং আকর্ষণীয় রুচিবোধের অধিকারী। তাদের চলাফেরা, পোশাক এবং বক্তব্যে থাকে একধরনের পরিমার্জিত সৌন্দর্য। এমনকি, পোস্টে ইঙ্গিত করা হয়েছে, ‘পুকি’ শ্রেণির সদস্যদের এখন ‘ন্যাশনাল ক্রাশ’ বলেও অভিহিত করা হচ্ছে।
14AGAIN–এর ক্যাপশনে লেখা হয়, “There are now two branches of ‘Shahbaghi’ — one is apparently ‘Dookhie’ and the other ‘Pookie’… According to rumors, the Pookie class is now being labeled the ‘National Crush’।” এই বক্তব্যে একদিকে যেমন হালকা হাস্যরস, তেমনি রয়েছে সামাজিক ব্যঙ্গ। পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন, এটি এক ধরনের শ্রেণিবিন্যাস, কেউ আবার ব্যঙ্গের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টাকেও সাধুবাদ জানিয়েছেন।
এখন পর্যন্ত পোস্টটিতে প্রায় ৫ হাজারের বেশি রিঅ্যাকশন, ২ শতাধিক মন্তব্য এবং শতাধিক শেয়ার হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, “এভাবেই আবার শুরু হলো! আমাদের দেশে কোনো নারী একটু রুচিশীল ও পরিচ্ছন্ন হলে তাকে নিয়ে অতিরিক্ত সামাজিক ব্যাখ্যা দাঁড় করানো হয়।”
যদিও পোস্টটি ব্যঙ্গাত্মক ও গুজব নির্ভর, তবে এটি সাম্প্রতিক সময়ে সামাজিক পরিচিতি, অনলাইন ট্রেন্ড এবং সামাজিক শ্রেণিবিন্যাস নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে। এটি স্পষ্ট যে, ‘পুকি’ বনাম ‘ডুকি’ বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে শীঘ্রই থামবে না।
Leave a comment