রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়া চার যুবককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তার চার যুবক হলেন মাহিদুর জামান মোহন, নুর আলম, আবদুল মোনায়েম ও আল মাহমুদ। গতকাল রোববার রাতে শান্তিনগর বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, এই চাঁদাবাজি চক্রে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment