শহীদ বাবার মেয়ের আত্মহত্যার ঘটনাকে জাতির জন্য গভীর লজ্জার উল্লেখ করে, এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ রোববার বিকেলে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া এক বীরের মেয়ে আজ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এটা শুধু তাঁর পরিবারের জন্য নয়, সমগ্র জাতির জন্য চরম বেদনাদায়ক ও লজ্জাজনক। এ আত্মহত্যা আসলে একটি হত্যাকাণ্ড, যার দায় অন্তর্বর্তী সরকারের। সরকারের অব্যবস্থাপনা, অবহেলা এবং অবিচারের পরিবেশই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, “এই আত্মহত্যার ঘটনায় সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
অনুষ্ঠানে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভূঁইয়া, এ বি এম খালিদ হাসান, নাসরিন সুলতানা, সানি আবদুল হক, শ্যাডো অ্যাফেয়ার্স সম্পাদক আব্বাস ইসলাম খান নোমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়নবিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব বারকাজ নাসির আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদের পরিবারের প্রতি অবিচার শুধু মানবিক ব্যর্থতাই নয়, রাষ্ট্রের নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ। তাঁরা দ্রুত বিচার এবং শহীদ পরিবারের জন্য যথাযথ সহায়তার দাবি জানান।
Leave a comment