নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামে শাহাদাৎ মোল্যা (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির সৎ দাদি রাবেয়া বেগমকে (৬০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মোতালেব মহাজনের পুকুর থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, প্রথমে শিশুটিকে বালুতে পুঁতে রাখা হয়, পরে গলা চেপে হত্যা করে পুকুরের তলদেশে লাশ গুমের চেষ্টা করা হয়।
নিহত শিশু শাহাদাৎ চরশামুকখোলা গ্রামের ইব্রাহিমের সৎ ছেলে। জানা গেছে, ইব্রাহিমের প্রথম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎসহ দ্বিতীয়বার বিয়ে করেন। কয়েক দিন আগে অভিযুক্ত রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারিয়ে গেলে এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়।
বুধবার বিকেলে শাহাদাৎ নিখোঁজ হলে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে পরিবারের সদস্যরা ব্যর্থ হন। পরে মসজিদে মাইকিং করা হলে এক ব্যক্তি জানান, তিনি শিশুটিকে তার দাদির সঙ্গে পুকুরপাড়ে দেখেছিলেন। এরপর স্থানীয়রা পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিক তদন্তে শিশুটির সৎ দাদির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
Leave a comment