Home রাজনীতি লাল চাঁদ হত্যায় তিন আসামি বাদ দেওয়ার অভিযোগ যুবদলের
রাজনীতি

লাল চাঁদ হত্যায় তিন আসামি বাদ দেওয়ার অভিযোগ যুবদলের

Share
Share


রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবার কর্তৃক দেওয়া তিনজনের নাম বাদ দিয়ে নতুন তিনজনকে আসামি করা হয়েছে—এমন অভিযোগ তুলে ঘটনার কারণ জানতে চেয়েছে জাতীয়তাবাদী যুবদল। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, “আমরা জানতে চাই, কারা, কী কারণে পরিবার-নির্ধারিত তিনজন আসামিকে বাদ দিয়ে অন্য তিনজনকে অন্তর্ভুক্ত করল? এ ধরনের পরিবর্তনের পেছনে কারা জড়িত, সেটাও খুঁজে দেখা প্রয়োজন।” তিনি আরও বলেন, “ঘটনাটি ঘটেছে বুধবার, কিন্তু তা প্রচার হয়েছে শুক্রবার। ঘটনার প্রচারে বিলম্ব কেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে।”
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি জানান, নিহত লাল চাঁদের বড় বোনের মেয়ে বীথি আক্তারের বরাতে তাঁরা জানতে পেরেছেন, মামলায় পরিবার যাঁদের নাম দিয়েছিল, তাঁদের বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজে যাঁদের খুন করতে দেখা গেছে, তাঁদের বাদ দিয়ে অন্যদের আসামি করা হয়েছে। যাঁরা সরাসরি আঘাত করেছে, তাঁরা এখনো ধরা পড়েনি। এটা এক রহস্য।” তিনি দাবি করেন, ৬০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও মূল খুনিরা কেন এখনো ধরা পড়ছে না, সে প্রশ্নের জবাব দিচ্ছে না প্রশাসন।
যুবদল সভাপতি বলেন, “আমরা অপরাধের দায় অস্বীকার করছি না। সংগঠনগতভাবে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকালই পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। গত এক বছরে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছি। কিন্তু প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? নিলে কবে, না নিলে কেন?”
তিনি আরও অভিযোগ করেন, “খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে রগ কেটে হত্যা করা হয়েছে। চাঁদপুরে এক ইমামের ওপর খুতবা দেওয়ার সময় হামলা হয়েছে। এগুলো একটি বিশেষ সংগঠনের সহিংস রাজনীতির ধারাবাহিকতা।” কুয়েটের আগের ঘটনার পেছনেও একই গোষ্ঠীর ইন্ধন ছিল বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম অবনতির দিকে। একটি সুযোগসন্ধানী গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে ‘সিলেক্টিভ প্রতিবাদ’ করছে এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত হয়েছে পাইলট

ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন একজন পাইলট । জাগুয়ার নামক যুদ্ধবিমানটির পাইলট ছিলেন নিহত ব্যক্তি। স্থানীয় সময় বুধবার (৯...

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়েছে পুকুরে , নিহত ২ 

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত ও আহত হয়েছেন ২০ জন । পীরগাছা উপজেলার দেউতি বেলতলা...

Related Articles

রাজনৈতিক আশ্রয় ছাড়া হত্যাকাণ্ড ঘটছে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

রাজধানীর শাহবাগে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ...

জামায়াত নয়, বিএনপির দৃষ্টি নতুন জোটের দিকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে...

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী...

আগামী রোজার আগেই হতে পারে নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে...