লক্ষ্মীপুরে ২১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন মাহবুব আলম, মো. লিটন ও মো. জয়নাল, যাদের বাসস্থান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামে। তাদেরকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ‘মা ফুডস এজেন্সি’ নামক দোকানের সামনে থেকে আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জানা যায়, মাহবুব, লিটন ও জয়নাল সিএনজিচালিত অটোরিকশায় ২১ কেজি গাঁজা নিয়ে নোয়াখালী যাচ্ছিলেন। তাদের অটোরিকশা থামানোর জন্য সংকেত দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন, পরে তাদেরকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৭টি পলিথিনে মোড়ানো ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যা কসটেপ দিয়ে প্যাকেট করা ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a comment