লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আরমিনা বেগম (২২) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই এলাকার আবুল কালামের মেয়ে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামী মো. সুমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সুমিরের সঙ্গে আরমিনার বিয়ে হয়। বিয়ের এক বছরও পার হয়নি—এর মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।
সম্প্রতি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়ে এক ছেলের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করেন আরমিনা। বিষয়টি জানার পর স্বামী সুমির ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ঝগড়ার পর বিকেলে আরমিনাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ফেসবুকে টিকটক ভিডিও নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পর অভিমানে আরমিনা আত্মহত্যা করেছেন। স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Leave a comment