Home জাতীয় অপরাধ র‍্যাবের অভিযানে বরিশালে কলেজছাত্র নিহত: তদন্ত চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন
অপরাধ

র‍্যাবের অভিযানে বরিশালে কলেজছাত্র নিহত: তদন্ত চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন

Share
Share

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‍্যাবের অভিযানে কলেজছাত্র সিয়াম মোল্লা নিহত ও তাঁর ফুফাতো ভাই রাকিব মোল্লা আহত হওয়ার ঘটনায় স্বাধীন, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি এই ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন দাবি করে, “এটি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং পুরোনো ‘ক্রসফায়ার নাটক’ নতুন রূপে ফিরে এসেছে, যা জনসচেতনতার চোখে ধুলা দেওয়ার কৌশল মাত্র।”

সংগঠনটি আরও বলেছে, সোমবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানের নামে র‍্যাব দুই কিশোরকে গুলি করে, যাদের একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহত সিয়াম ও আহত রাকিব—উভয়েই এসএসসি পরীক্ষার্থী বা সদ্য পাস করা শিক্ষার্থী, বয়স ১৮ বছরের নিচে বলে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে। অথচ র‍্যাব তাঁদের বয়স যথাক্রমে ২২ ও ২৭ বলে দাবি করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশ্ন তোলা হয়, “রাষ্ট্রীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে বয়স গোপন করছে কেন? শিশু আইন অনুযায়ী তাদের আইনি সুরক্ষার কথা থাকলেও সেটি মানা হয়নি।” সংগঠনটি র‍্যাব সদস্যদের দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে সিয়ামের ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি, এবং পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবাদ ও আলোচনা চলছেই।

রাষ্ট্র সংস্কার আন্দোলন বলছে, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রবণতা আরও বাড়বে।” সংগঠনটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কঠোর আইনি কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে...

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে...

নিজ শিশুকন্যাকে হত্যা করেছে ভারতীয় চিকিৎসক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় ছুটি কাটাতে গিয়ে চার বছর বয়সী শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র...