কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুরুজ্জামাল যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ্জামাল মিয়া একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীবিধৌত এলাকা থেকে আজাহার মণ্ডল নামে এক নৌকার মাঝিকে অপহরণ ও গুমের মামলার চার্জশিটভুক্ত আসামি।
এছাড়া, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পরদিন তার নেতৃত্বে বিএনপি সমর্থক আবুল কাশেমের বাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনায় কাশেমের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি দুটি গরু লুট করে তা জবাই করে ভূরিভোজের অভিযোগ রয়েছে।
তবে এখানেই শেষ নয়। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করা, চাকরি দেওয়ার নামে প্রতারণা, এবং ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানোর মতো একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, সুরুজ্জামালকে আটকের পর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, সুরুজ্জামাল দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তবে পুলিশের এ অভিযানে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন দেখার বিষয়, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় কি না।
Leave a comment