বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৩০ লাখ ইউরো সহায়তা দেবে ইতালি। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এই তহবিল ব্যবস্থাপনা করবে।
১০ লাখ ইউরো ইউএনএইচসিআরকে দেওয়া হবে, যা নিবন্ধন, আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন জরুরি সেবায় ব্যয় করা হবে। ২০ লাখ ইউরো ডাব্লিউএফপির মাধ্যমে খাদ্য সহায়তা ও পুষ্টি কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে। বিশেষ করে মা, শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি ও চিকিৎসাসেবায় গুরুত্ব দেওয়া হবে।
ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিয়ো আলেসান্দ্রো বলেন, এটি বাংলাদেশে রোহিঙ্গাদের প্রতি ইতালির প্রতিশ্রুতির অংশ। সম্প্রতি ঢাকা সফরে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ইউএনএইচসিআর প্রধান সুম্বুল রিজভি বলেন, রোহিঙ্গা সংকট আলোচনায় রাখতে ইতালির সহায়তা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সমর্থন সবসময় পাওয়া যায় না, তাই এ ধরনের সহযোগিতা প্রয়োজন।
ডাব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেল্লি বলেন, রোহিঙ্গা সংকট ৮ বছর পার হলেও শরণার্থীদের মানবিক চাহিদা অপরিবর্তিত রয়েছে। এটি বৈশ্বিক এজেন্ডায় অগ্রাধিকার দেওয়া জরুরি।
রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে ইতালি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমর্থন প্রয়োজন বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো মনে করছে।
Leave a comment