ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি ব্যারিস্টার রুমিন ফারহানার সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়, যখন বৃহস্পতিবার সকালে পুলিশ ওই মাঠের নির্মাণাধীন সভাস্থলের পেছন থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
বিএনপির দুই গ্রুপের একই দিনে সভা আহ্বান করার কারণে এলাকায় অশান্তি এবং উত্তেজনা বিরাজ করছে। উদ্ধারকৃত ককটেলগুলো সেনাবাহিনীর ডিসপোজল টিম নিষ্ক্রিয় করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Leave a comment