রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি গ্রামে ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রুশ নিয়ন্ত্রিত স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী, কৃষ্ণ সাগর উপকূলবর্তী খোরলি গ্রামে একটি ক্যাফে ও একটি হোটেল লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
খেরসন অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, বুধবার মধ্যরাতের কিছুক্ষণ আগে বিস্ফোরক বহনকারী তিনটি ড্রোন লনের ভেতরে সমবেত মানুষের ওপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই ক্যাফে ও হোটেল এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়।
সালদোর দাবি, ব্যবহৃত তিনটি ড্রোনের অন্তত একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তিনি জানান, আগুনের তীব্রতার কারণে জরুরি উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে অনেককে উদ্ধার করতে পারেননি। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রুশ কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এই হামলার বিষয়ে রাশিয়ার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা আরও ঘন ঘন হয়ে উঠেছে। দুই দেশই প্রায় প্রতিদিন একে অপরের ভূখণ্ডে ড্রোন হামলার অভিযোগ করছে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও মানবিক সংকট তীব্র হয়েছে।
এমন পরিস্থিতিতে খেরসনের এই হামলার ঘটনা ঘটে, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষের ওপর চাপ বাড়াচ্ছেন। নতুন বছরের আগে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে পৃথকভাবে একাধিক আলোচনা অনুষ্ঠিত হলেও বাস্তব পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এরই মধ্যে রাশিয়া ইউক্রেনকে নভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করার অভিযোগ তোলে। তবে এ দাবির পক্ষে মস্কো কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইউক্রেন এই অভিযোগ সরাসরি অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ করে যে, রাশিয়া শান্তি প্রচেষ্টা ব্যাহত করার চেষ্টা করছে।
নিউইয়র্ক টাইমস মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর মতে, চলতি সপ্তাহে ইউক্রেন প্রেসিডেন্ট পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।
সূত্র: ব্লুমবার্গ
Leave a comment