রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চেলিয়াবিনস্ক শহরের কাছের কোপেইস্ক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায় এবং আকাশে বিশাল আগুনের গোলা দেখা যায়। স্থানীয় সূত্র বলছে, কারখানাটিতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদন করা হতো। চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার বলেন, “বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করে। শহরের বাসিন্দা বা আশপাশের বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
তিনি জানান, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং অঞ্চলজুড়ে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উৎপাদন প্রক্রিয়ার সময় কোনো যান্ত্রিক ত্রুটি বা রাসায়নিক প্রতিক্রিয়া থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
এর আগে, গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছিলেন। রুশ গণমাধ্যম জানিয়েছে, চেলিয়াবিনস্কের নিকটবর্তী বাশকোরতোস্তান অঞ্চলের স্টারলিটামাক শহরে অবস্থিত ‘আভানগার্ড’ কারখানাটি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করত।
Leave a comment