রাশিয়ার পূর্ব উপকূলে এক শক্তিশালী ভূমিকম্পের পর এবার সুনামি (সমুদ্রের ঢেউ বা জোয়ারের ঢেউ) আঘাত হেনেছে জাপানে। প্রথম ঢেউটি দেশের উত্তরাঞ্চলের হানাসাকি বন্দর, হোক্কাইডোতে আঘাত হেনেছে বলে জানা গেছে।
এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানিয়েছে যে, হোক্কাইডোতে ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার সুনামি আঘাত হেনেছে, মিয়াগি প্রিফেকচারের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার সুনামি রেকর্ড করা হয়েছে এবং টোকাচি বন্দরে ৪০ সেন্টিমিটার সুনামি রেকর্ড করা হয়েছে। জাপানের অন্যান্য অংশেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেছেন যে, এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে, জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছিল যে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটার (৯.৮ ফুট) উচ্চতার সুনামি উত্তর হোক্কাইডো সহ দেশের কিছু অংশে আঘাত হানতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল ৮:২৫ মিনিটে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
USGS প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানিয়েছে। পরে দুবার সংশোধন করে তা ৮.৮ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে রাশিয়ায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
তবে, জাপান ছাড়াও তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের জন্য জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
সূত্র: বিবিসি, এনএইচকে ওয়ার্ল্ড জাপান
Leave a comment