পাকিস্তান দাবি করেছে, মঙ্গলবার দিবাগত রাতের পর ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় এখনো পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের অনুসন্ধানী দল ‘বিবিসি ভেরিফাই’-এর মাধ্যমে এই দাবির কিছু অংশ যাচাই করেছে।
‘বিবিসি ভেরিফাই’ ইন্টারনেটে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও পর্যালোচনা করে তিনটির সত্যতা নিশ্চিত করেছে, যেখানে স্পষ্টভাবে ভারতের ফরাসি নির্মিত রাফালে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
একটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাব রাজ্যের ভাঠিণ্ডা শহরের কাছের একটি খোলা মাঠে ভারতীয় সেনারা একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে। ‘বিবিসি ভেরিফাই’ দলটি জিওলোকেশন প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটির অবস্থান নিশ্চিত করে এবং সেটিকে সত্য বলে ঘোষণা করে।
অন্য দুটি ভিডিও রাতের বেলা ধারণ করা। একটিতে দেখা যায়, আকাশে আগুন নিয়ে ছুটছে একটি বস্তু, যা পরে ভূমিতে পড়ে গিয়ে আগুন জ্বলে ওঠে। অপরটিতে একটি খোলা মাঠে পড়ে থাকা ধ্বংসাবশেষ দৃশ্যমান, যেটিকে রাফালে বিমান থেকে উৎক্ষিপ্ত অস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে।
বৃটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান সিবিলিন-এর প্রধান জাস্টিন ক্রাম্প বিবিসিকে জানান, ফুটেজে যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তা একটি ফরাসি নির্মিত এয়ার-টু-এয়ার মিসাইলের অংশ। এই মিসাইল মিরাজ ২০০০ ও রাফালে যুদ্ধবিমানে ব্যবহার করা হয়।
এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্রে একটি বিমানের টেইল ফিনে ‘BS001’ এবং ‘Rafale’ লেখা স্পষ্ট দেখা যায়। বিবিসি জানিয়েছে, গুগলের রিভার্স ইমেজ সার্চে ছবিটির কোনো পুরনো রেকর্ড পাওয়া যায়নি, যা প্রমাণ করে এটি সাম্প্রতিক।
এই ঘটনার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দুই দেশের সরকারই এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খোলেনি। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনা হ্রাসে কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে।
Leave a comment